SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Introduction to Culture and Imperialism Summary in Bengali | Try.Fulfil

Introduction to Culture and Imperialism Summary in Bengali, Culture and Imperialism Bangla Summary, Try.Fulfil, Culture and Imperialism by Edward Said Summary in Bangla.


Edward Wadie Said এই Culture and Imperialism এ সংস্কৃতি এবং সাম্রাজবাদ দুটো কিভাবে একসাথে বেড়ে উঠে এবং সাহিত্য কিভাবে সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করে তা তুলে ধরেছেন। একই সাথে, সাম্রাজ্যবাদী দেশগুলোর সাহিত্য তাদের সাম্রাজ্য বিস্তারের পক্ষে পরোক্ষভাবে উৎসাহ ও সমর্থন দেয়, সেটিও আলোচনা করেছেন।

 

Introduction to Culture and Imperialism Summary in Bengali, Culture and Imperialism Bangla Summary, Try.Fulfil, Culture and Imperialism by Edward Said Summary in Bangla, Culture and Imperialism, Try.Fulfill, Culture and Imperialism Bangla, Culture and Imperialism Summary, Culture and Imperialism Bangla Lecture, Culture and Imperialism Bangla Summary, introduction to culture and imperialism, introduction to culture and imperialism bangla, culture and imperialism, Criticism in Bangla, edward said culture and imperialism, edward said culture and imperialism in Bangla, said culture and imperialism, said culture and imperialism Bangla, edward said culture and imperialism summary, culture and imperialism by edward said, culture and imperialism by edward said bangla, edward said imperialism, introduction to culture and imperialism by edward said summary, culture and imperialism by edward said summary, cultural imperialism edward said, said culture and imperialism summary, edward said cultural imperialism, summary of culture and imperialism.
Introduction to Culture and Imperialism Summary in Bengali, Try.Fulfil



Introduction to Culture and Imperialism Summary in Bengali:

Introduction to Culture and Imperialism - লেখক পরিচিতি:

Written by: Saiful Munna.

এই লিখাটি লেখকের জীবনের সাথে সম্পর্কিত হওয়ায়, লেখক পরিচিতি জানা অনেক গুরুত্বপূর্ণ।

Edward Wadie Said হচ্ছেন একজন ফিলিস্তিনি খ্রীষ্টান। তিনি ১৯৩৫ সালে জেরুজালেমের তালবিয়ায় জন্মগ্রহন করেন। কিন্তু সেখানে তাঁর থাকা হয় নি। ইহুদিরা ফিলিস্তিনে ঢুকতে থাকলে তার পরিবার মিশরে যেতে বাধ্য হয়।

১৯৪৮ সালে দখলদার সন্ত্রাসি রাষ্ট্র ইজরায়েলের জন্ম হয় এবং ইজরায়েলের ঘোষণা অনুযায়ি - যুদ্ধ চলাকালীন সময়ে আরব দেশগুলোতে (যেসব দেশ আরব-ইসরাইল যুদ্ধে যুক্ত ছিল) আশ্রয় নেয়া ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমিতে ঢুকতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এটি ১৯৫০ সালের 'অ্যাবসেন্টি প্রপার্টি আইন' নামে পরিচিত।

যেহেতু Edward Said এর পরিবার মিশরে আশ্রয় নিয়েছিল, তাই তারা এর অন্তর্ভুক্ত হয় এবং চিরদিনের জন্য মাতৃভূমি হারায়।

সাইদের পড়ালেখা মিশরে হয়, তারপর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যান এবং বাকি জীবন সেখানে কাটান। তিনি নিউ উয়র্কের 'কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ' শিক্ষকতা করেন।

 

তিনি কাছে থেকে দেখেন, পশ্চিমা দুনিয়া কিভাবে আরবদের ও মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করে। তিনি পশ্চিমাদের প্রপাগাণ্ডাগুলোতে নিয়ে লিখা শুরু করেন। Orientalism নামে তিনি একটি বই প্রকাশ করেন, যেটার কারণে পশ্চিমা দুনিয়ায় তিনি সমালোচনার শিকার হন।

তারপর তিনি Culture and Imperialism প্রকাশ করেন। তিনি ১৯৯৯ সালে লেবাননের সীমান্ত থেকে দখলদার ইজরায়েলের দিকে পাথর ছুড়ে মারেন এবং এর ছবি তোলা হয়। এটি পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং 'ফ্রয়েড ইনস্টিটিউট' ২০০১ সালে তার বক্তৃতাদানের নিমন্ত্রণ প্রত্যাহার করে নেয়।

এই ফিলিস্তিনি আমেরিকান মজলুম ফিলিস্তিনিদের পক্ষে একা লড়ে যান। ইয়াসির আরাফাত 'অসলো চুক্তি' করলে হোয়াইট হাউজে আমন্ত্রণ পেয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন।

 

Culture and Imperialism Bangla Summary:

By Saiful Munna.

এই লিখার মধ্যে লেখক Culture এবং Imperialism দুটো বিষয়ের সংজ্ঞা দেন। তিনি সাম্রাজ্যবাদী দেশগুলোর(ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা) সমালোচনা করেন, বিশেষ করে ২০ শতকে এসে গড়ে উঠা আমেরিকার পরোক্ষ সাম্রাজ্যবাদের। তিনি কয়েকটি সাহিত্যিক লেখার উদাহরণ দেন, যেগুলোতে সাম্রাজ্যবাদের চিত্র উঠে আসে।

তিনি Joseph Conrad এর Heart of Darkness এর প্রসঙ্গ আনেন। এখানে Conrad বেলজিয়ামের সাম্রাজ্যবাদী চরিত্রকে চিত্রায়িত করেন। তবে এখানে কনরেড সাম্রাজ্যবাদী ও সাম্রাজ্যবাদবিরোধী দুটো দিকেই নিজেকে উপস্থাপন করেন। তিনি সম্রাজ্যবাদের নগ্ন দৃশ্য তুলে ধরেন আবার সাম্রাজ্যবাদ যে আবশ্যক, তাও প্রকাশ করেন। সাইদ কনরেডের প্রশংসা করেন।

তারপর সাইদ সাম্রাজ্যবাদের শিকার হওয়াদের পক্ষের লিখা সাহিত্য হিসেবে EM Forster এর A Passage to India এর আলোচনা করেন। তিনি দেখান যে, সাম্রাজ্যবাদকে সমর্থন করে কিভাবে সাম্রজ্যবাদি সংস্কৃতিতে সাহিত্য লিখা হয়, আবার এর শিকার হওয়া মানুষদের দিক থেকে সাম্রজ্যবাদকে কিভাবে চিন্তা করা হয়।

১৯ শতকের উপন্যাসগুলো সম্রাজ্যবাদের ধারাকে অব্যাহত রাখার পক্ষে উকালতি করে। লেখকরা কখনো সরাসরি বলে না কলোনি স্থাপনের জন্য, আবার কখনো কলোনি ছেড়ে যাওয়ার পক্ষেও কথা বলে না।

তারপর তিনি সাম্রাজ্যবাদীদের লিখা Robinson Crusoe, The Great Expectations উপন্যাসগুলোর কথা বলেন। সেখানে সাম্রাজ্যবাদকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, তা আলোচনা করেন। তারপর Jane Austen এর Mansfield Park কে সমালোচনা করেন এবং Mansfield Park এর মধ্যে যে সাম্রাজ্যবাদী চিত্র ফুটে উঠেছে, তা তুলে ধরেন।

Culture and Imperialism by Edward Said Summary in Bangla.

Author: Saiful Munna.

Edit: Try Dot Fulfil English Literature.

* Please comment your opinion about this summary. Thanks.




Read More: 

The Study of Poetry Summary in Bengali.

The Metaphysical Poets Summary in Bengali.

The Rise of English Summary in Bengali.

10 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post