SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট পরিচিতি / Introduction to Students Group of Bagirghat


স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট 


স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট এর পরিচিতিঃ


★ বাগিরঘাট গ্রামের শিক্ষার গুণগত উন্নয়ন এবং শিক্ষাঙ্গনের প্রতিনিধিত্বের লক্ষ্য নিয়ে কাজ করছে " স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট Students Group of Bagirghat. 

 সংগঠনটির আদ্যোপান্ত নিম্নরুপ:

★ নাম:   স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট Students' Group of Bagirghat.


★ অবস্থান : বাগিরঘাট, বুধবারী বাজার ৩১৬৫,গোলাপগঞ্জ,সিলেট,বাংলাদেশ।

★ প্রতিষ্ঠা : ০১-১২-২০১২.

★ লক্ষ্য : গ্রামের শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন সাধন,গ্রামে শতভাগ শিক্ষা নিশ্চিত করা এবং গ্রামকে একটি শিক্ষাব্যুহ হিসেবে গড়ে তোলা।

★ ধরণ: অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন।

★ সদস্য : ন্যূনতম এস এস সি উত্তীর্ণ অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। বর্তমান সদস্য ১০০+

★ উদ্যোক্তা : সামাদুল ইসলাম অপু, রেজওয়ান হোসেন রেজা,রাজন আহমদ,মাহিদ আহমদ।

★ কার্যক্রম:
 পি ই সি পরীক্ষার্থীদের ফ্রি কোচিং,শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী সরবরাহ, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা,শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান,শিক্ষা তথ্য সরবরাহ, ইংরেজী স্পিকিং ক্লাব আয়োজন,গ্রামের জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করা,মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন,শিক্ষা সফর আয়োজন,সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন,বাৎসরিক স্মারক প্রকাশ,সাইবার তৎপরতার মাধ্যমে বিশ্বব্যাপী গ্রামকে পরিচিত করান এবং গ্রামের অর্জনসমূহ তুলে ধরা ইত্যাদি।

★ ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা :
 গ্রামে দৈনিক ভিত্তিতে স্পিকিং ক্লাব স্থাপন, জে এস সি,এস এস সি এবং এইচ এস সি পরীক্ষার্থীদের ফ্রি কোচিং আয়োজন, স্কুল-কলেজ পর্যায়ে ইংরেজী স্পিকিং প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষা সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে ' ভার্চুয়াল এজুকেশন ইনফরমেশন সেন্টার' স্থাপন ইত্যাদি।

★ সংযুক্তি: 
সংগঠনটি ' বাগিরঘাট যুব সংঘ ', ' বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউ.কে.', ' বাগিরঘাট ট্রাস্ট ফ্রান্স ' গ্রামের অন্যান্য সংগঠনসমূহের সমর্থনপ্রাপ্ত এবং তাদের সকল কার্যক্রমে সাফল্যে সাথে অংশগ্রহন করে থাকে।

★ সিলেট জেলার বাগিরঘাট গ্রাম নদী তীরবর্তী সভ্যতার একটি প্রাচীন নিদর্শন। একসময় নদীকে কেন্দ্র করে মানবজীবন পরিচালিত হলেও এখন গ্রামের সভ্যতার অভূত পরিবর্তনের ফলে গ্রামটি শহুরে রুপ নিয়েছে। শহুরে পরিবেশের সকল উপাদান রয়েছে গ্রামে। গ্রাম উন্নয়নে কাজ করছে গ্রামের কয়েকটি সংগঠন। তার একটি হচ্ছে 'স্টুডেন্টস গ্রুপ অব বাগিরঘাট।' 
শিক্ষা সফর,স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট


গ্রামের শিক্ষাব্যবস্থার প্রভূত কল্যাণ সাধন,শিক্ষার্থীদের বিদেশমুখীতা রোধ,শিক্ষার্থীদের শিক্ষা অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টার মানসিকতা নিয়ে কাজ করছে ' স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট। ' ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হওয়ায় সর্বদা নিষ্ঠা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে ' স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট

জাতীয় দিবস উদযাপন,স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট

সংগঠনের সকল সদস্যবৃন্দ উদ্যমি এবং কর্মঠ। গ্রামের ঐক্য এবং সংহতি রক্ষা করে গ্রামকে একটি শিক্ষাব্যুহ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে সংগঠনটি। 

ফ্রি কোচিং পরিচালনা,স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট ।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা,স্টুডেস্টস  গ্রুপ অব বাগিরঘাট ।

আর্থিক এবং পরামর্শমূলক সহায়তার জন্য গ্রামের সকল পর্যায়ের মানুষ এগিয়ে আসছেন এবং যথেষ্ট সহযোগিতা প্রদান করছেন। 

সচেতনতামূলক কার্যক্রম,স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট ।

সচেতনতামূলক কার্যক্রম,স্টুডেস্টস গ্রুপ অব বাগিরঘাট ।

শিক্ষা সামগ্রী বিতরণ,স্টুডেস্টস  গ্রুপ অব বাগিরঘাট ।

এলাকার সবাই এ সংগঠনটি নিয়ে আশাবাদি।


তথ্য সংকলন : সাইফুল আলম খাঁন
সহযোগিতায় : সামাদুল ইসলাম অপু।

বাগিরঘাট গ্রাম সম্পর্কে তথ্য দেখুন    .. ... এখানে..... 

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post